ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ৩০টি বসত ঘর ভস্মিভুত

নাটোর প্রতিনিধি। || ২:১৫ অপরাহ্ণ ॥ এপ্রিল ২৪, ২০২৩

নাটোরের নলডাঙ্গায় আগুন লেগে ৩০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বেশ কিছু গবাদি পশু পুড়ে গেছ্। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর বাঁশিলা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় নাটোর ফায়র ব্রিগেডের দুইটি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে এই অগ্নিকান্ডের খবর পেয়ে নলডাঙ্গার ইউএনও রোজিনা আক্তার ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকিসহ ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান। এছাড়া ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের সহায়তা করা হবে বলে জানান।
নাটোর ফায়র স্টেশনের উপসহকারী পরিচালক একে এম মোর্শেদ ৩০টি বসত ঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তর বাঁশিলা গ্রামে জনৈক খলিলের রান্না ঘর থেকে বিকেল ৫টার দিকে আগুনের সুত্রপাত হয়। আগুন মর্হুতে ছড়িয়ে পড়ে অন্যান্য বসত বাড়িতে। এলাকাবাসী তাৎক্ষনিক আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসার পর ক্ষয়ক্ষতি নিরুপন করা যাবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক