ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ত্রিশাল থানা সূত্রে জানাযায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসট্যান্ড ও বগার বাজার এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ত্রিশাল থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান জানান, মহাসড়কে অপরাধ দমনে আটটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার স্যারের সার্বিক নির্দেশনায় আটটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মহাসড়কে ঈদে অপরাধ দমনে সিসি টিভি ক্যামেরা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।