ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ

বাগেরহাট প্রতিনিধি।। || ১১:১৫ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৭, ২০২৩

যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। গত শনিবার (১৫ এপ্রিল) থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায় ওই মেগা প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ। সোমবার দুপুরে বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপপরিচালক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর পূর্বে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়েছিল। হটাৎ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর। এতে করে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, কারিগরি ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে। এ ছাড়া কয়লা সংকট নেই দাবি করে আরও বলেন, বর্তমানে কেন্দ্রে পর্যপ্ত কয়লা মজুদ রয়েছে। বেশ কিছু কয়লা আমদানি করা হয়েছে। যা এখন পথে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমুদ্র পথে বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌছবে।#

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক