ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

এতিমদের সাথে ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর ইফতার ও দোয়া সম্পন্ন

সুমন আহমেদ : || ৯:৫৩ অপরাহ্ণ ॥ এপ্রিল ১৫, ২০২৩

মতলব উত্তরে সারা জাগানো ব্যাচ ভিত্তিক সংগঠন ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ (সরকারী নিবন্ধন নং- চাঁদ/৭৬৫/২০২২) প্রধান কার্যালয় সুজাতপুর বাজারস্থ গণি পাঠান ভবনের ২য় তলায় এতিম শিশু শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করে।

স্থানীয় সাহাবাজকান্দি মাদ্রাসা ও এতিম খানার এতিম শিশু শিক্ষার্থী ছারাও তাদের ওস্তাদগন উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি রোমান মিয়া সোহাগ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন ইমন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি- মানিক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক-ওবায়দুল হক শামীম, কোষাধ্যক্ষ-এবি সিদ্দিক, ত্রান সম্পদক- তানভীর আহমেদ, আইন সম্পাদক- আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক-দুলাল হোসেন সহ সদস্য মঞ্জুর, মোহাসিন, রিপন সহ অন্যান্যরা। সভাপতি তার বক্তব্য বলেন মহান আল্লহ্ র অশেষ কৃপায় প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের অত্যান্ত প্রিয় এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার করতে পেরেছি, আগামীতে আমরা আমাদের অফিসে নয় বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিশুদের সাথে ইফতার করবো। তাদের জীবনমান উন্নয়নে ও শিক্ষা গ্রহনের জন্য ফ্রেন্ডস ফোরাম সর্বদা পাশে থাকবে। তিনি সংগঠনের সকল সদস্যের প্রতি অর্থ ও শ্রম দিয়ে সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলের জন্য দোয়া কামনা করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: