ঢাকা মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বড়াইগ্রামে ৬৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

নাটোর প্রতিনিধি: || ৩:৩২ অপরাহ্ণ ॥ মার্চ ৩১, ২০২৩

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২ এর একটি দল। শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি রহিমের বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করে র‍্যাব।
এসময় তাদের কাছ থেকে ওই ইয়াবা উদ্ধার ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ভবানীপুর ভাটোপাড়া গ্রামের সাগর আলীর ছেলে আব্দুল আলীম (৩৬) ও একই এলাকার আনছার আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)।

র‍্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ওই ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা কেনা-বেচা করে আসছিলো।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক