ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সৌদিতে উমরাহর বাস দুর্ঘটনায় চাটখিলের নিহত-১

মোহাম্মদ আমান উল্যা:চাটখিল || ৪:০৮ অপরাহ্ণ ॥ মার্চ ২৯, ২০২৩

সৌদি আরবের আল-আসির থেকে উমরাহর উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় নিহত হয়েছে চাটখিলের রামনারায়নপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়াজি বাড়ির মরহুম হুমায়ুনের বড় ছেলে মোঃ হেলাল ।

মঙ্গলবার (৬-ই রমজান,২০২৩ইং) সৌদি আরবের আল-আসির প্রদেশ থেকে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার মুকাররমায় আসার পথে দুর্ঘটনার শিকার হয় হজ যাত্রী বহনকারী একটি বাস। এতে নিহত হওয়া ২০ জন যাত্রীর মধ্যে ৮ জনের লাশ শনাক্ত করেছে দেশটির পুলিশ। শনাক্ত হওয়া একজন হলে চাটখিলের মোঃহেলাল।

প্রায় ১ বছর ১ মাস আগে জীবিকা নির্বাহের তাগিদে সৌদিআরবে যান মো. হেলাল উদ্দিন। সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। ২ ভাই আর ২ বোনের সবার বড় হেলালের হাজাবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

হেলালের কর্মরত কোম্পানি থেকে ওমরা করার জন্য ৪ জন এক সঙ্গে মক্কা নগরীর উদ্দেশে রওনা হলে সড়ক দুর্ঘটনায় ৩ জনই নিহত হয়।

এতে নিহতরা হলেন, নোয়াখালী চাটখিলের রামনারায়নপুর ভূঁইয়াজি বাড়ির মরহুম হুমায়ুনের বড় ছেলে হেলাল হোসেন, সেনবাগ উপজেলার শরীয়ত উল্ল্যার ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লা মুরাদ নগরের আব্দুল আওয়াল এর ছেলে মামুন মিয়া, লক্ষীপুরের সবুজ হোসাইন, মুরাদনগরের রাসেল মিয়া, কক্সবাজার মহেশখালীর আসিফ হোসেন, গাজীপুরের ইসমাইল হোসেন রনি, চাঁদপুরের রুক মিয়া।

বাসে থাকা ৩৫ জন যাত্রীর মধ্যে ১৮ জনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৮ জন বাংলাদেশি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com