ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বান্দরবান থানচি বাজারে আগুনে পুড়‌ল ৫৫টি দোকান

বান্দরবান প্রতিনিধি: || ৩:০২ অপরাহ্ণ ॥ মার্চ ২৫, ২০২৩

বান্দরবানের থানচির বাজারে ভয়াবহ আগুনে পু‌ড়ে‌ছে ৫৫টি দোকান। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো- সুজন মিয়া

শ‌নিবার(২৫ মার্চ) সকাল ৮টার দিকে থান‌চি বাজা‌রে দক্ষিন পাশ থেকে এ আগু‌নের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার সময় থান‌চি বাজারে হঠাৎ আগুন লা‌গে। এতে চার‌দি‌কে আগুন দ্রুত ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। প‌রে দমকল বা‌হিনীর ২‌টি ইউনিট, পু‌লিশ, বি‌জি‌বি ও স্থানীয়রা মি‌লে প্রায় ২ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথ‌মিক ভা‌বে আগু‌নের সূত্রপাত ও ক্ষয়ক্ষ‌তি সম্প‌র্কে জানা যায়‌নি।

স্থানীয়দের ম‌তে, আগু‌নে ৫৫টি দোকান পু‌ড়ে‌ছে। এতে ক্ষয়ক্ষ‌তির প‌রিমান প্রায় ৫/৬‌কো‌টি টাকা।

থানচি ফায়ার সার্ভিসের লিডার পেরার মোহাম্মদ জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের শুত্রপাত ও ক্ষয় ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: