ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, অসম্প্রাদায়িক চেতনা নিয়েই বর্তমান সরকার তার সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। যার ফলে কোন বিভাজন নেই। একটি সৌহাদর্যপূর্ণ ধর্মীয় বন্ধন অক্ষুণ্ন রাখতে আওয়ামীলীগ সরকার বদ্ধপরিকর। তিনি মঙ্গলবার বিকেলে উত্তরবঙ্গের বৃহত্তর ক্যাথলিক খ্রিস্টান ধর্মপল্লী নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান ধর্মপল্লী পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় এ কথা বলেন।

ফাদার হাউজের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় ধর্ম প্রতিমন্ত্রী ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সাদিকুর রহমান খান, সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ, সেন্ট পিটার্স একাডেমির অধ্যক্ষ ক্লামেন্ট পিরিছ, প্যারিশ কাউন্সিল এর ভাইচ চেয়ারম্যান রতন পেরেরা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ। এ সময় থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল আযম সহ ধর্মপল্লীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চ ঘুরে ঘুরে দেখেন এবং চার্চের ভিতর ও বাইরের নির্মাণ, কারুশিল্প ও দেশের বৃহত্তম মা মারীয়ার স্টেচু দেখে এর নৈপুণ্যের প্রশংসা করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: