ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত-৬

বান্দরবান প্রতিনিধি, || ৭:২২ অপরাহ্ণ ॥ মার্চ ২০, ২০২৩

বান্দরবানের রুমায় দুটি ট্রাকের সংঘর্ষে ৪ নারীসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার দুপুর ১২টার দিকে রুমা উপজেলার বগালেকের ঢালু নামার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগালেকের কয়েকজন ট্রাক করে ভিজিএফের চাল আনতে রুমা সদরে যাচ্ছিলেন। যাত্রীদের অনেকে বাজার করতে যাচ্ছিলেন। পথে বগালেক সড়কের কমলা বাগান এলাকার উঁচু ঢাল বেয়ে নামতে গেলে বিপরীত দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে পাহাড়ের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার নারী ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আরও এক নারীসহ দুজন নিহত হন। এসময় আহত হন অন্তত দশজন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, রুমা বগালেক থেকে আসার সময় দুটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এ ঘটনায় আহত ১২ জনকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে আরো ২ জনের মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com