পঞ্চগড়ে জেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠনের সদস্যদের ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেটজ্ বাংলাদেশ’র সহযোগিতায় নারীর অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক ‘যুক্ত’ প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে বেরসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি।
সোমবার দুপুরে পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা সরকার। নাগরিক সমাজ সংগঠন-সিএসও সদস্য ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এমকেপি’র যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর বিলকিস বেগম ও এমকেপি’র প্রসপেক্ট প্রকল্পের ট্রেইনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার লিলিমা মন্ডল। সংলাপে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা সরকার এবং বিভিন্ন ট্রেডের শিক্ষকরা। তারা প্রত্যন্ত এলাকার বেকার যুব ও যুব মহিলাদের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আহবান জানান।