সোমবার(২০মার্চ) নোয়াখালী চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। জানা যায় ভবনটি ৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে।
সকাল ১১ টায় পিজি স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইঁয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী ১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন,পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্ট, পৌরসভার সাবেক সভাপতি ভিপি লিটন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন প্রমুখ।