কাহালুর বিবিরপুকুর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ১০:৪৮ অপরাহ্ণ ॥ মার্চ ১৮, ২০২৩
কাহালুর নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য জেলা জাসদ (ইনু) সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নারহট্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম প্রাং এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু,রওশন আকতার,থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,উপজেলা জাসদ (ইনু) সভাপতি আশরাফ আলী খান আজাদ,সাধারণ সম্পাদক সিদ্দিকুল আলম মামুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মন্ডল। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,শিক্ষক মন্ডলীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কাহালুর মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালুর মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান,গত শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনু। বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি মশিউর রহমান মন্টির সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব,জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য নাসরীন আক্তার সীমা, জেলা আওয়ামী মহিলা লীগের সহ সভাপতি শিল্পি রহমান,কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা ছাত্রলীগ নেতা আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মুরইল ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ,শিক্ষক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।