ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি || ৭:০৩ অপরাহ্ণ ॥ মার্চ ১৩, ২০২৩

পঞ্চগড়ে ব্যাংকার্স ফোরামের আয়োজনে ‘প্রকাশ্যে ঋণ বিতরণ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন প্রকাশ্যে ঋণ বিতরণ মেলায় সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন। এ সময় প্রকাশ্যে ১০৫ জন ঋণগ্রহীতার মাঝে এক কোটি ১৫ লক্ষ ৮৩ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। তবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব সর্বোচ্চ ৩৬ জনকে ঋণ প্রদান করে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হাছানুল ইসলামের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রিয়াজউদ্দিন বলেন, শতকরা চার টাকা হারে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে এবং একজন কৃষক ৪০ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কৃষিকে সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। যার কারণে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। কৃষকরা যাতে সহজে ও কম সুদে ঋণ নিয়ে ফসল ফলাতে পারেন সেজন্য ব্যাংকগুলোর প্রকাশ্য ঋণ বিতরণ মেলা প্রভাব ইতিবাচক প্রভাব ফেলবে। মেলায় পঞ্চগড়ের বিভিন্ন ব্যাংক ও ঋণদানকারী প্রতিষ্ঠান ২০টি স্টলে স্ব-স্ব ঋণ বিষয়ক তথ্য প্রদর্শন করেন। এতে বিভিন্ন ব্যাংক ও ঋণদানকারী সংস্থার প্রতিনিধিসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com