‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে এক র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিস কার্য্যসহায়ক সোহেল রানা,অফিস সহায়ক বিপল্ব,আরো উপস্থিত ছিলেন কাহালু প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলি টনি সহ অন্যান্য সাংবাদিক ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।