বঙ্গবন্ধু’র আদর্শে আদর্শিত হয়ে আমি আপনাদের মাঝে এসেছি- এমপি ডা.আব্দুল আজিজ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ || ১০:৫০ অপরাহ্ণ ॥ মার্চ ৯, ২০২৩
বঙ্গবন্ধু’র আদর্শ ও সততার আদর্শে আদর্শিত হয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, আমার নেত্রী দেশরত্ম শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষাবান্ধব আওয়ামীলীগ সরকারকেই আগামী নির্বাচনে জয়ী করতে হবে- এমনই বক্তব্য দিলেন সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝুরঝুরি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার নব নির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন, তিনি বলেন, করোনা মহামারীতে সাড়া বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকলেও দেশরত্ম শেখ হাসিনার নিপুন দক্ষতায় বাংলাদেশের সকল উন্নয়ন অব্যাহত রেখেছেন। পদ্মাসেতু, মেট্রোরেলের মত বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন। সাড়া দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন, আইসিটি ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। একমাত্র আওয়ামীলীগ সরকারের ক্ষমতাকালীন সময়ে দেশের সকল স্তরের উন্নয়ন হয়। তাই আগামী সংসদ নির্বাচনে আবারো শিক্ষাবান্ধব ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে এবং মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সোহরাওয়ার্দ্দি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ, সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল করিম, ঝুরঝুরি লক্ষীপুর মহিলা মাদ্রাসার সুপার মোঃ মজিবর রহমান, পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর টুটল সহ অন্যান্যরা।