নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নাটোর প্রতিনিধি. || ৯:২০ অপরাহ্ণ ॥ মার্চ ৯, ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোলায়েম মুন্না সহ যুবদলের গ্রেফতার কৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে নাটোর জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয় থেকে মিছিল টি বের হয়ে হাফ রাস্তা গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন পৌর যুবদলের সভাপতি শামিম হোসেন সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল সালাম সহ অন্যান্য নেতা কর্মিরা।
এই সময় বক্তারা বলেন হামলা মামলা নির্যাতন করে চলমান আন্দোলন কে রুখতে পারবে না এই নিলর্জ ফ্যাসিস বাকশাল সরকার। তারা অতি দূত বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।