ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

নীলফামারীতে কয়েলের আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৮:২৬ অপরাহ্ণ ॥ মার্চ ৮, ২০২৩

নীলফামারীর পলাশবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গত মঙ্গলবার রাতে কয়েলের আগুন থেকে ওই অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানান প্রতিবেশিরা।

অগ্নিকান্ডে পুড়ে গেছে রহিত চন্দ্র ও নারায়ন চন্দ্রের বসতঘর। এ সময় আগুনে পুড়ে গেছে দুইটি মোটর সাইকেল, নয়টি বসতঘর, ৪৫ মন আলু,১০ মন ধান,চাল,টিভি, ফ্রিজ,জমির কাগজপত্র, হালের গরুসহ আসবাবপত্র। প্রাথমিক ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন পরিবার দুটি নিঃস্ব হয়ে গেছে। আমি সাধ্যমত সহযেগিতা করে যাব। তবে সরকারী সহযোগিতা প্রয়োজন।

নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন আমরা খবর পাওয়া মাত্রই ছুটে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: