নাটোরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আজ মঙ্গলবার ভোরের দিকে শহরের বড়-হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলো, পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামের রফিকুল হাওলাদার ও যশোরের কান্দি গ্রামের বাসিন্দা ইয়াসিন কবির নিরব।
নাটোর র্যাব (সিপিসি-২) ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে রাজশাহীগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় গার্মেন্টস ঝুটের ভেতর বস্তায় ভরে রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। পরে ট্রাকটি জব্দসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরই ধারাবাহিকতায় তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশে রাজশাহীর দিকে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।