দৌলতপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু‘র ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দিক নির্দেশনা মুলক ভাষণের ওপর আলোকপাত ও দোয়া মাহফিল করেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, হায়দার আলী প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *