শ্রীমঙ্গলে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীমঙ্গলে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় এসআই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রবিবার রাতে সাড়ে ১২ টায় শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ মিয়া(৩০) ও মোঃ চাঁন মিয়া (২৮) কে গ্রেফতার করেন।

এ বিষয়ে মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্রীমঙ্গল থানা এলাকা মাদকমুক্ত করনের লক্ষ্যে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *