সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্ধোধন , বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালিয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নব-নির্মিত ভবনের ফিতাকেটে উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন। বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দীনের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন, কাহালু থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাহালু ইউ সি সি এ লিঃ এর চেয়ারম্যান মেহেদী হাসান রাজিব,কাহালু প্রেসক্লাব সভাপতি ইউনুস আলী টনি প্রমুখ । সর্বিক তত্বধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম,আওয়ামীলীগ নেতা আবুল কাশেম,কৃষকলীগ সাধারণ সম্পাদক রঞ্জন কুমার প্রমুখ।