ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

৩শ আসনে একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি- জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি || ৮:০৩ অপরাহ্ণ ॥ মার্চ ৩, ২০২৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ৩শ আসনে একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এটি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল, সব জায়গায় জাতীয় পার্টির লোক আছে এবং আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। আমাদের রাজনীতি এবং সংগঠন এই দু’টিকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি প্রারম্ভিক ভাবে একক নির্বাচন করার জন্য।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিদর্শন উপলক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় উম্মুক্ত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার তিন দিনের স্বাস্থ্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষের জন্য ডাক্তার নেই। সাধারণ মানুষের বাঁচার যে একটা অধিকার সেটিও তারা হারিয়ে ফেলেছে। চিকিৎসা ব্যবস্থার যতটুকু উন্নতি করেছে বাংলাদেশ, সেটি উচ্চশ্রেণির জন্য। সাধারণ মানুষের জন্য নয়। সাধারন মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা অতিরিক্ত ব্যয়বহুল। সাধারণ মানুষের জন্য যে হসপিটাল সুবিধা, সেগুলোতে চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রমজান আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, সদর উপজেলা সভাপতি এ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরীসহ অন্যান্যরা।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: