শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস উদযাপিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ২:৪৯ অপরাহ্ণ ॥ মার্চ ১, ২০২৩
‘আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’– এ প্রতিপাদ্যকে সামনে রেখেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে মেঘনা লাইফ ইন্সুরেন্সের ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
সন্ধানী লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান মহসিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়া, ফারইস্ট লাইফের ইনচার্জ জমসেদ আহমেদ, জেনিথ লাইফের ইনচার্জ মনির মিয়া, প্রগতি লাইফের ইনচার্জ সাজ্জাদ হোসেন ও বায়রা লাইফের ইনচার্জ নাজমুল ইসলাম প্রমুখ।