য়মনসিংহের ভালুকায় বিরুনীয়া সাদির উদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ের ১০ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা বিরুনিয়া সাদির উদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিরুনীয়া সাদির উদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন,বীর মুক্তিযোদ্ধা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।