মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রতিবছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক রাত ১২.০১ ঘটিকায় শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে মতলব উত্তর উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন।
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা প্রশাসন নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল, পল্লী বিদ্যুৎ সমিতি মতলব উত্তর জোনাল অফিস নেতৃত্ব দেন ডিজিএম মো. সামসু উদ্দিন, সাংবাদিক, মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর জাতীয় পার্টি, ছেংগারচর পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা মৎস্যজীবী লীগ, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি মতলব উত্তর শাখা, সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ মতলব উত্তর উপজেলা শাখা, স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলব, মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিকতার সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, আমরা সেই বীরের জাতি বাঙালী, যারা মাতৃভাষার জন্য যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি। আমরা কখনো মাথা করি না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা। পাকিস্তানি দোসররা চেয়েছিল আমাদের মাতৃভাষা ভাষা কেড়ে নিতে কিন্তু বাঙালী জাতির বীর সন্তানেরা তা হতে দেয় নি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ স্মার্ট বাংলাদেশের পর্বে পৌঁছে গেছে। তাই আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *