দৌলতপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২ যুগে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর প্রেসক্লাব মিলনয়াতনে আলোচনা সভা, কেককাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

দৌলতপুর প্রেকক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম মামুন রেজা, উপদেষ্টা মোশারফ হোসেন খান, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দৌলতপুর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও দৌলতপুর প্রেসক্লাবের প্রাকাশনা সম্পাদক মাহফুজুল আলম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন। বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সফিউল ইসলাম, ,সাইদুর রহমান, সাইদুল আনাম, আতিয়ার রহমান, রনি আহমেদ । এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী এস এম জাহিদ হোসেন, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম সোহাগ, নাজমুল ইসলাম ও ফরিদ আহমেদ সহ দৌলতপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন।

আলোচনা সভায় বক্তাগণ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা সাফল্যের সাথে ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পন করেছে এজন্য যুগান্তর পত্রিকার সম্পাদক-প্রকাশক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সেইসাথে সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। পরে দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নেন দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্য, আমন্ত্রি অতিথিবৃন্দ ও সুধীজন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *