জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় এক লক্ষ ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জন শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৭ হাজার ২৫১ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জেলার পাঁচ উপজেলা ও একটি পৌরসভায় এক হাজার ৭৭টি কেন্দ্রে আজ সোমবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রে ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। গতকাল রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হরুরুমে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। ব্রিফিং এ পাওয়ার পয়েন্টে ক্যাম্পেইনের ¯øাইড শো উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. তৌহিদুল ইসলাম ভ‚ইয়া। এসময় বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমনা সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু প্রমূখ।