অবশেষে সন্ত্রাসমুক্ত করাচির পুলিশ কার্যালয়, নিহত ৮
প্রথমদেশ ডেস্কঃ || ১২:১৩ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৮, ২০২৩
পাকিস্তানের করাচি শহরে সেখানকার পুলিশ প্রধানের অফিসে আজ শুক্রবার হামলা চালায় সন্ত্রাসীরা। সাড়ে তিন ঘণ্টার মতো দেশটির নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলে। অবশেষে তা দখলমুক্ত হয়েছে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর ডনের।
সিন্ধু সরকারের মুখপাত্র মুর্তজা ওয়াহাব দেশটির স্থানীয় সময় রাত ১০ টা ৪২ মিনিটে এক টুইটার পোস্টে লিখেছেন, আমি এ পর্যন্ত নিশ্চিত করতে পারি যে করাচি পুলিশ অফিস ভবনটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া সিন্ধু রেঞ্জার্সের একজন মুখপাত্র বলেন, অভিযান শেষ হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন সন্ত্রাসী নিজেদের উড়িয়ে দেয় এবং আরও দুই হামলাকারী গোলাগুলিতে নিহত হন। এ ছাড়া এই ঘটনায় দুইজন পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন।
খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যায় ৭ টা ১০ মিনিটে এই হামলাকারীরা এ হামলা শুরু করে। এরপর ধাপে ধাপে পাকিস্তানের পুলিশ ও রেঞ্জার্স পাঁচতলা এই ভবনে অভিযান চালিয়ে সন্ত্রাসমুক্ত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, হামলাকারীরা পুলিশের পোশাক পরে কার্যালয়ে প্রবেশ করে। ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)।