লালমনিরহাটে ২ লাখ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে এবারে ১ লক্ষ ৮২ হাজার ৯শত ৬৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় ৩ হাজার ৯৩০ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।

২০ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে গোটা জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে সিভিল সার্জন হলরুমে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় জেলায় কর্মরত ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১লক্ষ ৭১হাজার ২শত ৮০জন, ০৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১হাজার ৩শত ৫৬জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২ শত ৭৮ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২৬টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১শত ৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪শত ১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২ হাজার ২শত ৫২জন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ৩ হাজার ৯৩০ জন।

প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন লালমনিরহাট মেডিকেল অফিসার (সমন্বয়) ডাঃ দেলোয়ার হোসেন রাজু।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *