ঢাকা মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়কের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি।। || ৯:০১ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৬, ২০২৩

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন (৬৯) মারা গেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, এস. কে. খাজা মঈন উদ্দিন লালমনিরহাটের খোচাবাড়ী (বি. ডি. আর. রোড)স্থ কারাগার মঞ্জিলে ১৯৫৪খ্রিঃ ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত এস. কে. ফয়েজ উদ্দিন ও মাতা- প্রয়াত জুলেখা বেগম। তিনি ৬ভাই-২বোনের মধ্যে দ্বিতীয়।

“রক্তাক্ত বাংলার অন্তরালে” গ্রন্থের রচয়িতা এবং লালমনিরহাট মহকুমা ও জেলা বাস্তবায়নে ভূমিকা পালন করেছিলেন তিনি। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন।

এছাড়াও তিনি লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় বড় মসজিদের সদস্য, নবাবের হাট জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন-এঁর মৃত্যুতে সকল রাজনৈতিক নেতা, সুশিল সমাজ ও জেলার আপামর জনগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক