দ্বিতীয় দিনের মত নাটোর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করেছে সড়ক বিভাগ। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেটেট জুবায়ের হাবিব এর উপস্থিতিতে দ্বিতীয় দিনের মত আজ মঙ্গলবার সকাল থেকে মূল শহরের কানাইখালি, ট্রাফিক মোড়, আলাইপুর সহ বিভিন্ন স্থানে এই উচ্ছেদ অভিযান চালোনো হয়েছে ।
গত ২৩ জানুয়ারী নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা এবং জেলা প্রশাসনের পযার্লোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক ফুটপাতের এই দখলমুক্ত করতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জুবায়ের হাবিব,নাটোর উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক বিভাগ) আব্দুল মান্নান আকন্দ, পুলিশের একটি দল প্রমুখ।