আনন্দ শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনৃষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ
নাটোর প্রতিনিধি. || ৪:৫৮ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনৃষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। আজ বেলা ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে বটতলায় আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
শিক্ষার্থীরা নানা সাজে সেজে আনন্দের সাথে এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। তারা বলে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বাঙ্গালীর উসব, বাংলার ঐতিহ্য। কলেজে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আজ বসন্তের প্রথম দিন সঙ্গে ভালবাসা দিবসও। তারা এদিনে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানায়, জানায় ভালবাসা দিবসের প্রীতি ও শুভেচ্ছা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ মিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।