নাটোরে চোরাই ইজিবাইকসহ সংঘবদ্ধ চোর চক্রের মুল হোতা গ্রেফতার
নাটোর প্রতিনিধি || ১:১৩ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১৩, ২০২৩
নাটোরে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের মুল হোতা কাজল হোসেন (২৪) কে চোরাই ইজিবাইকসহ গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার সকাল ৭টার দিকে নাটোরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আটক কাজল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার কাশিমালা গ্রামের আমজাদ হোসেন এর ছেলে।
নাটোর পৌরসভার চৌধুরী বড়গাছা এলাকার আব্দুর রহিমের ছেলে রুবেল হোসেন (৩৩) এর অভিযোগের ভিত্তিতে মাদ্রাসামোড় এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চোরাই ইজিবাইকসহ কাজল হোসেন (২৪) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজল জানায় , সে একজন সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য এবং সে বিভিন্ন স্থান হতে আরো চোর চক্রের সদস্যদের সাথে যোগাযোগ ও পরিকল্পনা করে সুকৌশলে বহু ইজিবাইক চুরি করে অন্যত্র তা বিক্রি করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।