জামালপুরে সুরাইয়া নামের ৫সন্তানের এক জননীর গলা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরাইয়া মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের আজিজল হকের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে গোয়ালঘরে গিয়ে কাস্তে দিয়ে গলা কেটে আত্মহত্যা করে সে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
এব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুরাইয়া আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে সঠিক তথ্য বেরিয়ে আসবে।