নাটোরে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি. || ৬:৩২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৭, ২০২৩
চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় নাটোরে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ প্রাঙ্গনে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম। পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আহবায়ক প্রফেসর আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, প্রফেসর জাহাঙ্গীর আলমসহ অধ্যাপকবৃন্দ।
পিঠা উৎসবে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মোট ১৪ টি স্টলের প্রায় দুইশত প্রকারের পিঠা প্রদর্শন করছে। স্টলগুলোতে রয়েছে পাটিসাপটা, গোলাপ কুড়ি, গাজর পিঠা,ভাপা পিঠা, নকশী পিঠা, সূর্যমুখিসহ নানা রকমের পিঠা ।