সৈয়দপুরে আহলেহাদীছ আন্দোলনের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৮:১৮ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৪, ২০২৩
নীলফামারীর সৈয়দপুরে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি শহরের ফাইব স্টার মাঠে ওই সম্মেলনের আয়োজন করে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও আহলেহাদীছ যুবসংঘ নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা শাখা।
বিকেল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে ওই সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন,আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব।
বিশেষ অতিথির বক্তব্য বলেন,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ,সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি বিশিষ্ঠ চিকিৎসক, সমাজসেবক,সাংবাদিক ও শিক্ষানুরাগী হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, আব্দুর রাজ্জাক রকিসহ কেন্দ্রীয় ও স্থানীয় ওলামায়েকেরামগণ।
বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি বলেন,ভাল মন্দ মিলে মানুষ। তাই প্রাচীন কাল থেকে একে অপরের বিপক্ষে কাজ করে আসছে। যারা সমাজে মন্দ ও ইসলাম বিরোধী কাজ করছে তাদের ওই কাজের প্রতিবাদ করতে হবে। এটি করা যাবে না তাকে বলতে হবে। কারণ একজন মুসলমান কোন সময়ের জন্য অন্যায়কে সাপোর্ট করে না। মাথা নত করতে হবে একজনের কাছে। তিনি হলেন মহান আল্লাহ। সাহায্য চাইতে হবে তারই কাছে তিনি হলেন পরম দয়ালু আল্লাহ।
বর্তমানে কোন কোন আলেম কোরআনের অপব্যখ্যা দিয়ে মানুষকে পথভ্রষ্ঠ করছে। মানুষ আজ ইসলাম নিয়ে চিন্তিত। কারণ একেক আলেমের একেক বক্তব্য বিপাকে ফেলেছে মুসলিমদের। তিনি বলেন কোরআন এক। সেখানে ব্যাখ্যা থাকবে এক। এটি মিথ্যে নয়। কিন্তু আজ কতিপয় আলেম ভুল বয়াখ্যা দিয়ে মুসলমানদের বিপাকে ফেলেছে। ধর্মের নামে কেউ রাজনীতি করছে। আহলেহাদীছ আন্দোলন কোরআন ও হাদিসের কথা বলে। সত্য পথে চলে। অসহায় মানুষের পাশে দাঁড়ায়। হালাল হারাম মেনে চলে। হালাল ব্যবসা করে।
তিনি আরও বলেন শিক্ষা সিলেবাসে কিছুটা পরিবর্তন আনতে হবে। কোরআনের শাসন মেনে চলতে হবে। সমাজ ও দেশ থেকে ঘুষ,দুর্নীতি দুর করতে হবে। ঘুষ ও দুর্নীতি থাকলে কখনও ভাল কাজ সহজে করা যাবে না। তিনি বলেন যারা ভাল কাজ করে তাদের শত্রুর অভাব নেই। যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। শেষ সকলের শান্তি কামনা করেন তিনি।
সভায় হাজার হাজার নারী ও পুরুষ অংশ নেয়।